ফাহিম আহমদ ছামি

লেখক, কাব্য কিশোর

পদ্মফুল

ফাহিম আহমদ ছামি (পদ্মফুল) একজন ছড়াকার ও লেখক। ২০০৫ সালে সিলেট জেলার বিয়ানীবাজার থানাধীন সদরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার শ্র‌দ্ধেয় পিতার নাম মোঃ কয়েছ ও মমতাময়ী মায়ের নাম নুরুন নাহার। বাংলা সাহিত্য ও সংস্কৃ‌তির প্র‌তি র‌য়ে‌ছে তার বি‌শেষ অনুরাগ। পড়াশোনার পাশাপাশি নিয়‌মিত গল্প, ক‌বিতা, উপন্যাস, প্রবন্ধ ইত্যা‌দি পড়তে তি‌নি খুব পছন্দ ক‌রেন। সেখান থে‌কে ছড়া-কবিতা লিখা তার এক‌টি প্রিয় কাজ। ইতোম‌ধ্যে তাঁর লেখা অ‌নেক ছড়া-ক‌বিতাই বি‌ভিন্ন পত্র-প‌ত্রিকা, ম্যগা‌জিন ও যৌথ গ্রন্থগু‌লো‌তে প্রকা‌শিত হ‌য়ে‌ছে। ছড়া-ক‌বিতার পাশাপা‌শি লেখা‌লে‌খিতে তি‌নি নি‌জের আরো বে‌শি বিস্তার ঘটা‌তে ইচ্ছা পোষণ ক‌রেন। তরুণ এই ক‌বি তাঁর মেধা ও প্র‌তিভার সাহা‌য্যে নি‌জে‌কে সবার মা‌ঝে তু‌লে ধর‌তে চান। সবার কা‌ছে বরণীয় ও ভা‌লোবাসার পাত্র হ‌য়ে চিরকাল বে‌ঁ‌চে থাকা তাঁর আকাঙ্খা।