সুখের অন্বেষণে
ডালিম সূত্রধর
হয়েছি হন্য আমি সুখের অন্বেষণে
কখন যে যাব চলে? নেই কারো মনে।
গাধার মত খেটে চলি সারা দিন রাত
বিপদে পড়লে কেউ বাড়ায় না দুহাত।
সুদিনে তো সবাই দেখি বন্ধু বান্ধব সব
দুর্দিনেতে পড়লে বলে দূর হ যতসব।
সুখ খুঁজি মিছামিছি,আসলে দুনিয়া দুঃখলয়
থাকতে হবে ধরা মাঝে যে যেমনে সয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।