কে তুমি

মাহফুজা আক্তার এম.এ.কে

আমার ভুলে যাওয়া
রোগ হয়েছে,
কবে যে তোমাকে
ভুলে যাই!
আর তুমি এসে বলবে
আমায় চিনেছো?
আমি মুচকি হেসে
বলবো চিনি নাই!
কে তুমি? পড়ছে না মনে!
তখন কি করবে?
খুব জানতে ইচ্ছে করে
কেমন হবে চাহনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।