মোহাম্মদ অংকন: তানজিদ শুভ্র একজন তরুণ উদ্যোক্তা ও ডিজিটাল নির্মাতা। তিনি ফিচার লেখক ও গ্রাফিক্স ডিজাইনার হিসেবে বেশ জনপ্রিয়। পারিবারিক নাম মো. তানজিত হলেও পত্রপত্রিকায় তানজিদ শুভ্র নামে দীর্ঘদিন যাবৎ লেখালেখি করে আসছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আরজে তানজিদ নামেই সমধিক পরিচিত।

তানজিদ শুভ্র
ছোটবেলা থেকেই লেখালেখি ও সাংবাদিকতায় আগ্রহী ছিলেন। তিনি সাংবাদিকতার উপর কিছু অনলাইন প্রশিক্ষণ নেন। আরজে তানজিদ ডিজিটাল সাংবাদিকতার পরিচিতি বিষয়ে রয়টার্স-এর একটি অনলাইন কোর্স সম্পন্ন করেছেন। এছাড়াও দেশীয় প্লাটফর্মে অনলাইন সাংবাদিকতা, নাগরিক সাংবাদিকতার উপর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বাইরে তিনি অনলাইন নিউজ পোর্টাল ডে নাইট নিউজ-এ রিপোর্টার হিসেবে কাজ শুরু করেন। বর্তমানে তিনি দৈনিক আলোকিত সকাল পত্রিকার সাহিত্য বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি-এর নিয়মিত ফিচার লেখক। পাশাপাশি দৈনিক ইত্তেফাক, দৈনিক যায়যায়দিন, প্রতিদিনের সংবাদ, দৈনিক মানবকণ্ঠ, খোলা কাগজ, আওয়ারনিউজবিডিতেও লেখেন। আরজে তানজিদের কবিতা ও ছোটগল্প জাতীয় দৈনিকে নিয়মিত প্রকাশিত হয়। খুব শিগগিরই তিনি তার প্রথম গল্পের বই প্রকাশ করবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, লেখা নতুন থাকার সময় নিজের কাছে ভালো লাগেই। কিন্তু কোনো লেখা পুরনো হলে কী কী সমস্যা আছে সেটা বুঝতে পারি অনেকটাই, এতে সংশোধন কিংবা মানোন্নয়ন করতে সুবিধা হয়। তাই নির্বাচিত লেখাগুলো প্রায়ই পড়ে দেখি ঠিক আছে কি না। তানজিদের করা প্রচ্ছদে বিগত বইমেলায় বেশ কিছু বই প্রকাশিত হয়েছে। তানজিদ শুভ্র জনপ্রিয় অনলাইন বুকশপ ই-বই বিতানের সহ-প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক। তৌহিদ অ্যাসোসিয়েটস নামে একটি কনসাল্টেন্সি ফার্মের কো-অর্ডিনেটর। এছাড়াও তিনি সামাজিক সংগঠনের সাথে যুক্ত থেকে নানা স্বেচ্ছাসেবী কাজে অংশ নেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।