কে তুমি?
মুহিতুল ইসলাম মুন্না

এই হৃদয়ে অদৃশ্য কে?
কে হায় হৃদয় খুঁড়ে,
তুমি আর কেঁদো নাকো রাত
নিষুপ্ত পূর্ণিমার তরলতা প্রবেশ দ্বারে।

হায়! রাত,তুমি জেগো নাকো আর
খোঁজ নাকো এই অন্ধকারে,
আমি অতলান্তে নিমজ্জিত হচ্ছি
সেই কবে মায়া চোখের তরে।

এই চোখ এই হৃদয় পাঁজর
বেদনা জাগায় প্রতিরাতে
উপোষী শরীর নুয়ে পড়ে হায়!
এই ভিজা মেঘের রাত-দুপুরের সাথে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।