প্রিয়দয়
এম সাইফুল্লাহ আল মারুফ
হাজার মায়ের আর্তনাদ বৃথা যাবে না
প্রিয় মাকে হারালে আর ফিরে পাবে না।
বাবা মায়ের খুশিতে খুশি হন প্রভু
বাবা মায়ের অবাধ্য তুমি হইয়ো না কভু।
বাবা মা যে তোমার জন্য জান্নাত জাহান্নাম
বাবা মাকে সেবা করা কোরআন হাদিসের এলান।
বাবা মায়ের সেবা করতে মশগুল তুমি হও
তাদের সেবা করে তুমি জান্নাত নিয়ে নাও।
বাবা-মাকে কষ্ট দিলে নারাজ হন প্রভু
বাবা মায়ের অবাধ্য তুমি হইয়ো না কভু।