ছাত্র জীবন
দ্বীপ পুরকায়স্থ
ছাত্র জীবনটা কারো কাছে
লাগে না তো ভালো
কিন্তু জানেনা সে তা ছাড়া
ধুনিয়াটা অন্ধকারে কালো।
কষ্ট করিয়া যদি ছাত্রজীবন
সে সুন্দর ভাবে গড়ে,
তাহলেই তার বাকি জীবন
সুখ শান্তি আর আনন্দে ভরে।
জানেনা সে সূর্য মানুষ
কত যে কষ্ট করে
দিন চলে যায় রাত চলে যায়।
অনাহারে সে মরে।
জানে না সে হলে সূর্য হলে
দাম নাই এ সংসারে,
এ সংসারের লোক মানুষ
শিক্ষিত লোক ধরে।
তাইতো বলি পড়তে হবে
মন আর প্রাণ দিয়ে ,
টেকতে হবে না আর কখনো
বিপদের কালে গিয়ে।