ঈদের দিনে বৃষ্টি
সাইদুল ইসলাম সাইদ
ঈদের দিনে বৃষ্টি এসে
আনন্দটাই মাটি,
খুকি এখন ঘুরতে যাবে
করছে কান্নাকাটি।
ছাতা হাতে খুকির সাথে
বৃষ্টিতে যাই চলি,
আনন্দ নেই আমার মনে
মনে মনে জ্বলি।
পুকুর পাড়ে বিলের ধারে
তাকে নিয়ে ঘুরি,
এমন সময় মজা খাবে
কোথায় পাবো পুরি?
ছলেবলে বুঝাই তারে
একটুও না বুঝে,
মজা খাবে মজা খাবে
মজার দোকান খুঁজে।