সব জিনিসের মূল্য বাড়ে
এম হাবীবুল্লাহ

সব জিনিসের মূল্য বাড়ে
ছোট্ট একটা ইস্যুতে
আমরা মানুষ গোবেচারা
দাম বাড়েনা কিছুতে।

খুব সাধারণ গুরুত্বহীন
জিগায় না তো কেহ
মরার মতো পড়ে থাকি
আছে যদিও দেহ।

নিজকে লাগে পুতুল পুতুল
স্বাধীনতা নেই
জীবনপথে চলতে গিয়ে
হারিয়ে ফেলি খেই।

এমন করেই দিন যাবে কি
রাত হবে কি পার
কাউকে কি আর পাব আমি
পাশে দাড়াবার?

পরিচিতিঃ
এম হাবীবুল্লাহ
ব্যাংকার, অগ্রণী ব্যাংক লিমিটেড
কলেজপাড়া, (আলহেরা স্কুলরোড)
ঘাটাইল, টাঙ্গাইল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।