ব্যথা
শামীম শাহাবুদ্দীন

বালিকার বুকে ব্যথা
চোখে ঝরে জল,
শিশিরের ফোটা যেন
পড়ে অবিকল।

ডাক্তার কবিরাজ
রোগী দেখে ফেল,
লাগেনি তো কোনো কাজে
হুজুরের তেল।

ওঝা এসে কতভাবে
দেয় ঝাড় ফুক,
তবুও তো এ মেয়ের
সারে না অসুখ।

আমাকে দেখেই তার
ব্যথা ভালো হয়,
বালিকার ব্যথা ছিল
মনে নিশ্চয়!

শামীম শাহাবুদ্দীন
সিনিয়র এল.ডি.এ
সার্কেল-২৮৫, কর অঞ্চল-১৩
লিফটের-০৮(০৯ তলা)
চৌধুরী কমপ্লেক্স
১৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।