শরৎ ঋতুর আমন্ত্রণ
–এম এ জিন্নাহ
আকাশ হাঁকে মেঘের ঝাঁকে
শরৎ দিনের মাঝে ;
কাশবনে তাই প্রজাপতি
উড়ছে প্রভাত- সাঁঝে ।
আঁকাবাঁকা মেঠোপথে
স্নিগ্ধ জলের খেলা ;
দিন হারালো মুখর হাওয়ায়
রঙিন করে বেলা ৷
শাখায় শাখায় পাখপাখালি
মধুর হাসি হেসে ;
উদাস হয়ে উদাস পথে
থাকছে ভেসে ভেসে ।
হিজল পথে উজল করে
হাসছে ফুলের দলে ;
শরৎ ঋতুর আমন্ত্রণে
রূপের আঁচল টলে ।