মাগো
রুকাইয়া রহমান

দুষ্টুমি আর করব না মা
আর বকো না তুমি,
আদর করে নাও না কোলে
দাও না আমায় চুমি।

তোমার কথাই শুনব আমি
ভুল হবে না মা’গো,
তোমার সাথেই জাগব ভোরে
তুমি যখন জাগো।

পড়ব আমি সময় মত
করবে না মা ক্ষমা,
তোমার কথার অবাধ‍্যতার
এইতো দিলাম কমা।

এবার তুমি একটু হাসো
আমার দিকে ফিরে,
তুমি আছো বলেই মা’গো
সুখ এ জীবন ঘিরে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।