রক্তমাখা ৩২ নম্বর
দেলোয়ার হোসেন দিলু

শেখ মুজিবের নামে
৩২ নাম্বার চিটি এলো
রক্তমাখা খামে ।

চারদিকে আজ নীরবতা
বাতাস ছিল ভারী
সন্ধ্যাবেলা ধানমন্ডিতে
পড়ল লাশের সারি ।

ঝাঝরা হলো বুকের পাজঁর
উড়ল মাথার খুলি
লুঠিয়ে পড়েন জাতির পিতা
ঘাতক চালায় গুলি ।

ঝাঝরা হলো রাসেলের বুক
পাইনি রেহাই কেহ
রক্ত রাঙা ইতিহাসে
রঞ্জিত হয় দেহ ।

সেদিন থেকে গায় না পাখি
গায় না দেশের গান
থমকে দাড়ায় সোনার বাংলা
নদীর কলতান ।

৩২নাম্বার নীরব হলো
ডাকবে না আর কেউ
এমন দিনে থমকে যাবে
পদ্মা মেঘনার ডেউ ।

সোনার বাংলা হয়নি বিরান
তোমার ম্বপ্ন আঁকে
জয়ের নিশান তাইতো উড়ে
নদীর বাঁকে বাঁকে ।

ছড়াকার

দেলোয়ার হোসেন দিলু
ছড়াকার ও শিশুসাহিত্যিক

জন্মঃ ৫ ই মার্চ ১৯৭০ ধলগ্রামে, দিরাই সুনামগঞ্জ।
বাবা: মৃত আব্দুস ছাত্তার
মা: মৃত রাহিমা বিবি
লেখাপড়া:
ধল পাবলিক উচ্চ বিদ্যালয়, দিরাই ডিগ্রি কলেজ, মদন মোহন কলেজ, ও সিলেট এম. সি কলেজ। বাংলা বিভাগ থেকে মাস্টার্স পাশ করে সিলেট ল কলেজে এল,এল,বিতে ভর্তি হোন ।

সহ সভাপতি:
লেখক সিলেট ছড়া সংঘ।
অর্জন:

কেমুসাস সাহিত্য পুরুস্কার, কাব্যকথা সসাহিত্য পুরুস্কার , বিভিন্ন সাহিত্য সংঘঠন থেকে সম্মাননা পেয়েছেন অনেক ।

তাঁর প্রকাশিত বই ছন্দবাজ, মেঘের দেশে পরীর বাড়ি শব্দজালে জব্দ কাফেলা ইত্যাদি ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।