আমার প্রিয় মুখ
রুবি আক্তার

আশা তুমি বাসা তুমি
সুন্দরের সৌন্দর্য তুমি
হিরে র চেয়ে দামি
ধন্য হলাম পেয়ে তোমায়
জীবন সাথী আমি।

অন্ধকারে আলো তুমি
অন্তরেতে তোমায় চুমি
আমার প্রিয় মুখ
হারিয়েছি তোমার মাঝে
পেয়েছি খুঁজে সুখ।

মুখে তোমার মুচকি হাসি
কন্ঠে বাজে সুরের বাঁশি
হৃদয়টা যায় ভরে
তুমি আমার জীবন মরণ
সব কিছু তার পরে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।