তোমার নামে
মুহাম্মাদ শাকিল

তোমার নামে পাখি ডাকে
সকাল বিকাল সাঁঝে,
তোমার নামে ফুলবাগানের
পুষ্প মায়ায় সাজে।
তোমার নামে নদীর বুকে
ঊর্মিমালার খেলা,
তোমার নামে পাহাড় বুকে
বৃক্ষলতার মেলা।
তোমার নামে চাঁদ-তারা দেয়
রাত্রিবেলায় আলো,
তোমার নামে সূর্য হাঁসে
ঘুচায় সকল কালো।
তোমার নামে কৃষাণ কত
ফসল ফলায় মাঠে,
তোমার নামে ছোট্ট সোনাই
মনোযোগী পাঠে।
তোমার নামে ধরার বুকে
মগ্ন সবাই কাজে,
তোমার নামেই জীবন আমার
ইসলামের-ই সাজে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।