ঘুড়ি
মুহাম্মদ আলম জাহাঙ্গীর
শেরপুর, বগুড়া।

রং বাহারী ঘুড়ি যখন
আকাশ পানে উড়ে,
নাটাই হতে ছাড়লে সুতো
ছোটে বহুদূরে।

বায়ুর সাথে সকল ঘুড়ির
আছে ভালোবাসা,
বায়ু ছাড়া হয় না পুরণ
ঘুড়ি উড়ার আশা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।