মা
গৌর গোপাল পাল
মা মানেই অনেক কিছু
তুলনা নাই যার
সদাই ঘুরি তারই পিছু
করি যে ঘর-বার।
মায়ের বুকের দুগ্ধ পেয়ে
প্রথম আহার করা
প্রথমে মা ডাকটি দিয়ে
শুরু জীবন গড়া।
মায়ের মতো আপন জনা
কেউ তো না হয় ভবে
মা যে বাঁচার স্বপ্ন পরম
সেটাই জানি সবে।
মায়ের কোনো বিকল্প নাই
তুলনা নাই তার
মাকে ছাড়া জীবনটা তাই
দুখেই করি পার।