মামার বাড়ির মজার স্মৃতি
অভিরাজ নাথ
খোকা খুকি আয়রে তোরা
মামার বাড়ি যাবি?
গাছে চরে আম, লিচু আর
কাঠাঁল পেরে খাবি।
ঝরের দিনে মামার বাড়ি
পুকুর ভরা মাছে,
নানান ফলে টুইটুম্বর
নদীর ধারের গাছে।
ঝরের দিনে মজার দাদু
গল্প দিবে জুড়ে,
খোকা খুকি বসবে দুজন
গায়ে কাঁথা মুড়ে।
মামার বাড়ি বেড়িয়ে তারা
ফিরে ঘরে তবু,
মামার বাড়ির মজার স্মৃতি
ভুলবে নাকো কভু।