মানুষপ্রীতির কারুকাজ
এম এ জিন্নাহ

মানুষ হওয়ার স্বপ্নমালা
আঁকছে যারা আঁকছে ;
তারাই হবে ধন্য জাতি
দীপ্ত যাদের থাকছে ।

রাখছে যারা জ্ঞানেরধারা
হৃদ-গহীনের মাঝে ;
আলোক করা কীর্তি তাদের
যুগ-জনমের কাজে।

সকল মানুষ কোমল করা
পরশ প্রেমের আলো ;
জ্ঞান-বিবেকের মানুষজাতির
কর্ম হাসে ভালো ।

জাত-ভেদাভেদ থাকে নাকো
মানুষ যারা জাগছে ;
মানুষ হওয়ার স্বপ্নমালা
আঁকছে যারা আঁকছে ।

মাইজদী, নোয়াখালী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।