মনটা তখন সজীব-সতেজ থাকে
জালাল জাবির

জালাল জাবির

শরৎ আসে মেঘের পাখায়
কাশের শোভা আঁকে,
মনটা তখন সজীব-সতেজ থাকে।

শিউলি বকুল নানান ফুলের
গন্ধ আসে নাকে,
মনটা তখন সজীব-সতেজ থাকে।

বন বাঁদরে পাখপাখালি
মধুর সুরে ডাকে,
মনটা তখন সজীব-সতেজ থাকে।

মিষ্টি কড়া গন্ধ নিয়ে
তাল গাছে তাল পাকে
মনটা তখন সজীব-সতেজ থাকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।