প্রীতির সংজ্ঞা
মোহাম্মদ মুজিবুল হক

শুচি শুভ্র নির্মল প্রীতি
স্বর্গ থেকেই আসে,
প্রেমের মূল্য যাঁরা বুঝে
ভালো তাঁরাই বাসে।

স্বগোত্রীয় ভালোবাসা
সকল প্রাণির আছে,
অদৃশ্য এক নাড়ীর বাঁধন
টানে তাদের কাছে।

মনে মনে বাসলে ভালো
প্রকাশ নাহি হলে,
আঁখি মিলন ঘটলে তবে
প্রীতি তাকে বলে।

মনের মাঝে সুপ্ত প্রীতি
লুপ্ত হতে পারে,
আশেক মাশুক পরস্পরে
যদি মিলে নারে।

প্রেমের শিখা বেশ পবিত্র
চিরকালই জ্বলে,
প্রেমের শিখা নিভে পাপে
যাবে স্বর্গে চলে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।