নজরুল আমাদেরই লোক
শাহীন খান
নজরুল চাঁদের হাসি
বিষের বাঁশি
খুকুর কালো চোখ
আমাদেরই লোক।
নজরুল শ্রাবণধারা
গোলাপ চারা
ধ্যান কাটিয়ে শোক
আমাদেরই লোক।
নজরুল দ্রোহী কবি
আকাশ রবি
ছন্দ সুরের থোক
আমাদেরই লোক।
নজরুল আমাদেরই লোক
শাহীন খান
নজরুল চাঁদের হাসি
বিষের বাঁশি
খুকুর কালো চোখ
আমাদেরই লোক।
নজরুল শ্রাবণধারা
গোলাপ চারা
ধ্যান কাটিয়ে শোক
আমাদেরই লোক।
নজরুল দ্রোহী কবি
আকাশ রবি
ছন্দ সুরের থোক
আমাদেরই লোক।
Copyright © Kavya Kishor 2023