জোনাকির সাথে
ইমরান খান রাজ

আকাশে আঁকি তার চোখ
নদীতে আঁকি মুখ
তার হাসিতেই আমি হাসি
ভুলে যাই সব দুখ৷
পাখিদের বলি উড়তে
জোনাকির সাথে ঘুরতে।
তারাদের বলি জ্বলতে
মিটিমিটি কথা বলতে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।