জাতির জনক
রেজাউল করিম রোমেল

জাতির জনক বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান,
তাঁর কথা ভুলিনি আমরা
তিনি চির মহান।

অধিকার বঞ্চিত মানুষের জন্য
যে করে গেছেন ত্যাগ,
এই ত্যাগের মহিমা দেখে
বিশ্ববাসী অবাক।

তাঁর কথা ভুলবে না এ জাতি
ভুলবে না এ বিশ্ব,
মানুষের জন্য জীবন দিলেন
নিজে হলেন নিঃস্ব।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।