রাখবো মনোবল
সুপদ বিশ্বাস

তুমি যদি ঝড় হতে চাও
আমি গাছের ফল
নইলে গাছে পাখির বাসা
করবো টলমল
রুক্ষ গাছের দল!

তুমি যদি মেঘ হতে চাও
আমি চালের পল
জীর্ন ঘরের ভিজবে মেঝে
শব্দ যে কলকল
বইবে জলের ঢল!

তুমি যদি দুখ হতে চাও
আমি চোখের জল
তবু তোমার সাথে আমি
করবো না’তো ছল
রাখবো মনোবল!

প্রভু তুমি প্রাণ নিতে চাও
বাড়িয়ে দেব গল
তবু আমি একটি বারও
সাজতে চাইনা খল
থাকবো চরণতল!

শ্যামনগর,সাতক্ষীরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।