খাঁচার পাখি
মোহাম্মদ মুজিবুল হক

খাঁচার ভেতর বন্দি খেচর
বন্ধ হয় যে গান,
পাখির গান যে হৃদয় টানছে
হয় তো হবে গো ম্লান।

ডানায় ঝাপটা উড়ার চেষ্টা
আনচান করে মন,
হলেও মানুষ হারায় যে হুঁশ
বন্দি থাকে সে জন।

কুসুম ফোটে অলিগুলো জোটে
নিতেছে মধুর স্বাদ,
পাতানো আছে খুবই যে কাছে
হরেক রকম ফাঁদ।

অন্তর ভালো জ্বালাও গো আলো
সুবাস ছড়ায়ে দাও,
দিয়ে যাও প্রীতি গড়ো মধু স্মৃতি
মরেও শান্তি পাও।

বন্দি খাঁচায় পাখি কেন রাখি
এতো দেখি বড়ো পাপ,
দাও অধিকার যেনো বাঁচিবার
অন্তর করে সাফ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।