কোরবানির এই ঈদে
ইমতিয়াজ সুলতান ইমরান
কোরবানির এই ঈদে হবে, অনেক পশু জবাই…
কোরবানি দাও খোদার নামে, গোস্ত খাব সবাই।
ধনীর পশু কোরবানিতে
গরিবকে হয় গোস্ত দিতে
দীনদুঃখীদের গোস্ত দিতে, ভুল করো না ও-ভাই।
কোরবানি দাও ধর্মকর্মে, বর্জ্য কোথায় ফেলবে?
কাক-শকুন-চিল, শেয়াল-কুকুর, যত্রতত্র মেলবে।
তখন ঈদের আনন্দেও
ভুগবে সমাজ দুর্গন্ধেও
বায়ু দুষণ করলে জীবন, ঝুঁকির দিকে ঠেলবে।
কোরবানি দাও, বর্জ্য ফেলো, গর্ত করে খনন
কোরবানিতে উদ্দেশ্য হোক, মনের পশু হনন।
চক্ষু মনের খোলা রাখো
বর্জ্য ফেলার গর্ত ঢাকো
পরিবেশের বিশুদ্ধতায় জাগিয়ে রাখো মনন।
ইমতিয়াজ সুলতান ইমরান
প্রধান সম্পাদক, কাব্য কিশোর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।