একটি ছড়ার গল্প
চিত্তরঞ্জন সাহা চিতু
একটি ছড়া ছোট্ট শিশুর মিষ্টি মুখের হাসি,
আকাশ জুড়ে আলোর ঝলক লক্ষ তারার রাশি।
একটি ছড়া সবুজ গাছে পাখ পাখিলির ডাক,
সন্ধ্যা বেলায় বাড়ি ফেরা সাদা বকের ঝাক।
একটি ছড়া পলাশ টগর কৃষ্ণচুড়ার ফুল,
বর্ষাকালে উথাল পাথাল পদ্মার দুই কুল।
একটি ছড়া মায়ের মুখে শিশুকালের ছড়া,
চুপটি করে লক্ষী হয়ে অ আ ক খ পড়া।
একটি ছড়া বঙ্গবন্ধুর অগ্নিঝরা ডাক,
এদেশ থেকে দুষমনেরা সবাই নিপাত যাক।
একটি ছড়া এদেশ পেয়ে গর্বে ভরা বুক,
মনের ভেতর ভালবাসার তাই তো লাগে সুখ।