আয় আয় বৃষ্টি
চিত্তরঞ্জন সাহা চিতু
কনকনে উত্তাপে মাঠ ঘাট ফেটে যায়
মেঘ ডাকে ঘন ঘন বৃষ্টির দেখা নাই
জল খেয়ে পেট ভরে ফেটে যায় বুকটা
ঘরে আর গাছ তলে নেই বুঝি সুখটা।
বিদ্যুৎ ফাঁকি দেয় এই যায় এই আসে
হাত পাখা নাড়াচাড়া কে আর ভালোবাসে
কুলফি হাতে পেলে আর কথা থাকে না
গরমে ছোট খুকু ছবি তারা আঁকে না।
কবে আর মেঘ থেকে বৃষ্টিটা ঝরবে
মানুষেরা মন খুলে আনন্দ করবে
কদমের গাছে গাছে শত ফুল ফুটবে
দুষ্টুরা সারাদিন জলে তারা ছুটবে।