আম কাঁঠাল
চিত্তরঞ্জন সাহা চিতু

আম কাঁঠালের সময় এখন
আমার সোনার দেশে
পাঁকা আমের মিষ্টি ঘ্রানে
সুবাসটা যাই ভেসে।

পাঁকা কাঁঠাল রসে ভরা
রস টুপ টুপ করে
পান্তা ভাতে খেতে কাঁঠাল
মনটা দারুণ ভরে।

আম কাঁঠালের বোঝা নিয়ে
কুটুম বাড়ী যাই
বাড়ে তখন আত্মীয়টা
কি যে মজা পাই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।