আনলো যারা ভাষা
মুহাম্মদ আলম জাহাঙ্গীর

শেরপুর, বগুড়া।

বাংলা ভাষার জন্য রে ভাই
ভাষা আন্দোলনে,
মিছিল মিটিং করেছিলো
দেশের জনগনে।
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান
সকল ছেলে-মেয়ে ,
লড়েছিলো ভাষার তরে
হাজার বাঁধা পেয়ে।

রফিক সালাম জব্বার বরকত
পেতে মায়ের বুলি,
বুকে ধারন করে হাজার
পাক হায়েনার গুলি।

রক্ত দিয়ে জীবন দিয়ে
আনলো যারা ভাষা,
তাঁদের তরে হাজার সালাম
হাজার ভালোবাসা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।