
১.
পর্দা
স্পষ্ট বিধান কুরআনেতে পর্দা করো সবে
সঠিকভাবে করলে পর্দা ইজ্জত দিবে রবে,
পর্দা করা মানুষগুলো সত্যি অনেক জ্ঞানী
পর্দা ছাড়া বিবেকহীনরা সবসময় হয়রানি।
পর্দা করা মানবসকল মুক্তার মতোই দামি
পর্দা ছাড়া লোকের মত করেনা নষ্টামি,
চোখের পর্দা, তনুর পর্দা, পর্দা আছে মনেও
পর্দার বিধান খুবি কড়া জানে অনেক জনেও।
পর্দা বিধান লঙ্ঘন করে যারা স্বাধীনতা চাই
এমন নারীর সর্বতনুই শয়তানে ভাগ পাই,
এমন লোকও আছে ধরায় পর্দা সর্বক্ষণ
তাদের অনুসরণ করেই আসবে শুভক্ষণ।
২.
নিরাভরণ পুরি
নিরাভরণ পোশাক পড়ে
যাচ্ছো কোথায় পুরি,
এই না তনু দেখে যুবক
যাচ্ছে দেখো মরি।
এমন পোশাক পড়ো কেন
নেটের মতো শাড়ি,
এই পোশাকে যাচ্ছে দেখা
তোমার অঙ্গ তরী।
পড়ছো আবার আটসাট
মুখোশ খুলে বোরকা,
এমন পোশাক পড়ছো বলেই
যুবকের মন ছুলকা।
টিজ করলে হচ্ছে আবার
যুবকেরি পুরো দোষ,
এমন পোশাক পড়ো কেন
তোমার কেন নাই হোশ।
নিরাভরণ নারীরাই তো
হচ্ছে রেপ প্রতিদিন,
সর্তক হয়ে চলো মুসলিম
আসবে ঠিকি শুভদিন।
৩.
আমার বাড়ি
বাড়ি আমার ছোট্ট কুটির
নয়তো পাকা দালান,
বাবুইয়ের মতো সুখি আমি
বিধাতা করেছে দান।
চাইনা বড় রাজপ্রাসাদ আমি
আছি এতেই ভালো,
জানাই তোমার শুকর প্রভূ
দিও দিলে আলো।
রাতের বেলা চাঁদের কিরণ
ঘরের ফাঁকে আসে,
তোমার অসীম নিয়ামতের
চিত্র চোখে ভাসে।
এতো মনোরম সৃষ্টি তোমার
তুমি কেমন প্রভূ,
তোমায় যেন জীবন থাকতে
ভূলে না যায় কভু।
ছেড়া কাপড় মান সম্মান
সবি তোমার দান,
তোমার আদেশ মেনে যেন
হারায় আমার প্রাণ।