সন্ধ্যা আলো
এম এ জিন্নাহ
ফুল ছিটানো গাঁয়ের পথে সন্ধ্যা নামে হেসে ;
দূর হতে দূর পাখপাখালি আসছে ভেসে ভেসে ।
সবুজ ধানে সবুজ পানে
নীরব করা একলা গানে
মায়াডোরে বন্দি হয়ে থাকছি কত বেশে ;
স্নিগ্ধ করা বিকেল নামে আমার সোনার দেশে ।
নদীর বুকে স্রোতের মুখে ঘরকে ফিরার তরী ;
গাঁয়ের ছেলের হাসির ঝিলিক কেমন করে ধরি ?
মুখর করা নুপুর বাজে
সেথা আবার সন্ধ্যা সাজে
শঙ্খচিলের সঙ্গ ছুঁয়ে অটল সুখে মরি ;
সন্ধ্যা আলো যায় ছড়িয়ে কেমনে তারে ধরি ?
হনহনিয়ে সূর্য ডোবে ব্যস্ত যেনো কিসে ,
নতুন দেশে যাবে আবার লালচে রখে মিশে!
ঘরের ছেলে ঘরে ফিরে
কেউবা হাঁটে নদীর তীরে
ভরা নদীর শীতল ছোঁয়া নিত্য করে ঘেঁষে ;
ফুল ছিটানো গাঁয়ের পথে সন্ধ্যা নামে হেসে ।
হাতিয়া , নোয়াখালী