হেমন্তের গান
সুলতান মাহমুদ

ফসল তোলার ঘ্রাণ
জুড়ায় আমার প্রাণ
শহর থেকে গাঁয়ে টানে
হেমন্তের অঘ্রান।

উঠান ভরা ধান
গাছে পাখির গান
নবান্নের উৎসবে ভাসি
হেমন্তেরই টান।

দুষ্ট রবির ভান
কুহেলিকার মান
সকাল বিকাল খুঁনসুটিতেই
হেমন্তের জয়গান।

দাদীর মুখে পান
জোসনা ভরা চাঁন
গোল হয়ে সব গল্পে মজি
হেমন্তেরই দান।

ছেলে মেয়ের দল
গোল্লাছুট আর বল
নরম রোদের হেমন্তে হয়
এমন সুখের ঢল।

না গরম না শীত
ভালো লাগার ভিত
হেমন্তে তাই মন খোলে গাই
ঋতু রাণীর গীত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।