গাঁয়ে নবান্নের সাজ
গোলাপ মাহমুদ সৌরভ
খোকন সোনা বায়না ধরে
মায়ের কাছে গিয়ে,
আমন ধানের পিঠা খাবো
খেজুরের রস দিয়ে।
ঢেঁকিতে ধান ভানো দিদি
পায়ে দিয়ে যে ভর,
কার্তিক এলো নবান্ন নিয়ে
উৎসব মুখর ঘর।
ইষ্টিকুটুম এলোরে বাড়ি
গাঁয়ে নবান্নের সাজ,
হরেক পিঠার ধুম পরেছে
কিযে আনন্দ আজ।
খেজুর রসের পিঠা খেতে
সাধ যে লাগে ভাই,
চুলার ধারে পিঠার গন্ধে
আকুল করে তাই।