
হেমন্তের গান
মো:ইব্রাহিম জুয়েল
শরৎ শেষে নতুন ঋতু
আনলো খুশির বীন
চাষীর মুখে ফুটবে হাসি
ফসল কাটার দিন।
হেমন্তের ঔ সকালবেলায়
বইবে হাওয়া ধানে,
শিশির কণা খুশির জোয়ার
আনবে প্রাণে প্রাণে।
মুঠো মুঠো কাটবে ফসল
আদুল গায়ে চাষি
বেলার শেষে বাড়ি নিবে
স্বপ্ন রাশিরাশি।
পুরো গাঁটা রঙিন হবে
সোনালী রং দিয়ে
সেসব দেখে মনে হবে
হচ্ছে যেন বিয়ে।
নতুন ধানের নতুল চালের
খাবো হরেক পিঠা
মায়ের হাতে পায়েস খেতে
লাগবে অনেক মিঠা।
দোয়া ও শুভকামনা রইল ❤️🖤🌺