বন্ধু
হাসাম মঞ্জু
( প্রতি: এবিএম সোহেল রশিদ)
কী আর দেবো আমি অধম
বন্ধু তোমার জন্মদিনে,
পদচিহ্ন রেখে দিয়ো কদম
যেন আসতে পারি রাস্তা চিনে।

বন্ধু
হাসাম মঞ্জু
( প্রতি: এবিএম সোহেল রশিদ)
কী আর দেবো আমি অধম
বন্ধু তোমার জন্মদিনে,
পদচিহ্ন রেখে দিয়ো কদম
যেন আসতে পারি রাস্তা চিনে।
Copyright © Kavya Kishor International 2025