আমি গরিব
মোঃ হাছান তালুকদার

আমি জন্মেছি গরিব হয়ে,
কষ্ট কী হয় দেখেছি নিজের চোঁখ দিয়ে,
না খেয়ে থেকেছি অনেক বেলা,
সয়েছি কতো মানুষের অবহেলা।

আমি জন্মেছি গরিব ঘরে,
কত স্বপ্ন দেখেছি আমি ঘুমের ঘোরে,
হব আমি প্রতিষ্ঠিত একদিন ওরে,
সইব না তর অবহেলা আমি ওরে।

আমি জন্মেছি গরিব বাবা-মায়ের ঘরে,
কতো কষ্ট করে বাবা-মা লালন করেছে মোরে,
বড় হয়ে পূরণ করি যেন তাদের স্বপ্ন টারে,
বিদাতা পূরণ করতে দেন যেন মোরে,
তাই আমি স্বপ্ন দেখি জাগিয়ে দিনের দুপুরে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।