স্মৃতির অকপটে
গোলাপ মাহমুদ সৌরভ

স্মৃতির অকপটে চলে যাবে তুমি
হে হাসি কান্নার বছর,
তুমি চলে যাবে রেখে বহু স্মৃতি
নিরব নিঃস্তব্ধতার ধূসর।
হয়তোবা ফিরে আসবে না তুমি
স্মৃতির এ্যালবাম হয়ে রবে,
অজস্র দুঃখ বেদনার সাথী ছিলে
স্মৃতি চারণে অনুপ্রেরণা সবে।
হাসি কান্নার সেই সোনালি জীবন
দুই হাজার ২০২২এর উপহার,
আগামী গল্পের অনুপ্রেরণা তুমি
নব তারুণ্যের নব সমাহার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।