স্বপ্ন বুনি
সুজাত আহমদ

আজও আমি স্বপ্ন বুনি
যাব মদিনায়,
ওগো আল্লাহ তুমি কি মোর
আশা ফুরাইবায়।

হাজার হাজার বান্দা তোমার
যাচ্ছে মদিনায়,
তাদের পানে চাহে এ মন
কাঁদছে নিরালায়।

পবিত্র ঘর কাবা তোমার
দেখতে মনে চায়,
সালাম দেব আমি গিয়ে
নবীজির রওজায়।

তোমার কাছে মিনতি এই
হয়ে আমি কাতর,
জীবন আমার ধন্য হত
পরশে সেই পাথর।

নবীর দেশের ধুলাবালি
মাখব আমার গায়,
ওগো আল্লাহ তুমি কি মোর
আশা ফুরাইবায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।