প্রেম চাই অক্ষয়
সুলতান মাহমুদ
চাঁদ নয় তারা নয়
ফুল নয় নদী নয়
গান নয় সুর নয়
নয় কোন নয়ছয়,
চাই আসল প্রেমটা,
তোর প্রেমে জড়িয়ে
বেঁধে রাখব ফ্রেমটা।
নদী নয় নালা নয়
বিল নয় ঝিল নয়
জাল নয় পাল নয়
তালগোল আর নয়
প্রেম হোক জলাশয়,
তোকে নিয়ে এ জীবনে
কেটে যাক যত ভয়।
গাছ নয় পাতা নয়
ঘাস নয় লতা নয়
মেঘ নয় রোদ নয়
জল নয় ছল নয়
প্রেম চাই অক্ষয়,
তোর প্রেমে বেঁচে আছি
জানে ঐ মহাশয়।