সুখের সীমানা
নবী হোসেন নবীন
প্রভাত আলোর আঁচলে লুকায় গভীর আঁধার নিশা
অচেনা সে পথ পথিকে দেখায় হারানো পথের দিশা।
যেখানে দুখের হয়েছে সূচনা সেখানে সুখের শেষ
দুঃখ ব্যথায় কাতর হলেই দুঃখ বাড়ায় ক্লেশ।
দুখের অনলে বসেও যে জন ফুটায় হাসির ফুল
দুঃখ তাহারে প্রণাম করতে করে না কখনো ভুল।
কাঁটার আঘাত সহিলে তবেই গোলাপের ঘ্রাণ মিলে
কষ্ট ব্যতীত কেষ্ট পেলেও সুখ তো আসে না দিলে।
যেখানে সুখের হয়েছে সূচনা সেখানে দুখের শুরু
জীবন নামের এ পাঠশালাতে দুখই সুখের গুরু।
সুখের সাগরে ডুবেও যে জন পায়নি সুখের ঘ্রাণ
ধরণির বুকে সব চেয়ে দুখি অতৃপ্ত সেই প্রাণ।