ঈদ মোবারক

সত্রাজিৎ সাঁই

চাঁদ শুয়ে থাকে দিব্বি মেঘের আড়ালে।
বছরে ঘুরেফিরে একবার
জানালার সার্সিতে ঢুকে পড়ে প্রতিক্ষার
দেওয়াল সরিয়ে।
মুখোমুখি হয় কুশলের,
দুয়ার জুড়ে মুখরিত আকাশ, বাতাস
ভাল থেকো কল্যানে বাংলাদেশ ।
ঈদ মোবারক শব্দে উথাল ভালবাসা ছুটে যায়
তোমার দিকে এলোপাথাড়ি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।