সত্য বচন
সুলতান মাহমুদ

সত্যে কুপোকাত মিথ্যার হাত
ব্যবহারে চেনা যায় কী তার জাত?

কর্মে শান্তি, সংসারে সুখ
অলসতা ডেকে আনে জীবনের দুখ।

ধৈর্যে স্বস্তি, লজ্জায় রূপ
দরকারি কথা শেষে থাকা চাই চুপ।

অতিশয় ভক্তি নিশ্চিত লোভ
তোষামোদি লোকগুলো ক্ষতিকর খুব।

দুষ্টের প্রতিশ্রুতি পুলকিত বেশ
স্বার্থটা মিটে গেলে ছেড়ে যায় দেশ।

বিদ্যায় সম্মান, মূর্খে হার
বন্ধুকে কাছে টানো সততা যার।

ভদ্রে প্রিয়তম, ধান্দায় পর
সর্বদা ভঙ্গুর শঠতার ঘর।

বেয়াদবে ধ্বংস, আদবে জয়
হিংসাটা জীবনের মূল পরাজয়।

অল্পে তুষ্টি শান্তিতে বাস
কবরের সাথী হবে জংলার বাঁশ।

বিনীত
সুলতান মাহমুদ
দক্ষিণ বনশ্রী
খিলগাঁও, ঢাকা।
০১৭১৯৯৫৯৪৯৯
১২.১০.২২

একটি মন্তব্য

  1. সুন্দর আয়োজন। শুভকামনা নিরন্তর,,

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।