শোকাবহ এই আগস্ট
গোলাপ মাহমুদ সৌরভ

স্বাধীনতার ডাক দিয়েছেন
টুঙ্গিপাড়ার ছেলে,
মুক্তিকামী সেই আমজনতা
এলো দলে দলে।

ঝাঁকড়া চুলের সাহসী নেতা
বঙ্গবন্ধু তার নাম,
স্বাধীনতার ডাক দিয়েছেন
আছে তার সুনাম।

সাহসী নেতা তুমি বঙ্গবন্ধু
আসবে না ফিরে,
বজ্র কণ্ঠে দিবে না ভাষন
স্বাধীনতার ভীড়ে।

রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর
জ্বালাময়ী ভাষন,
লক্ষ জনতার হৃদয়ের মাঝে
পেতেছিলে আসন।

শোকাবহ এই আগস্ট মাসে
বাজে বেদনার সুর,
আকাশে বাতাসে ভেসে যায়
আর্তনাদ বহুদূর।

এসেছিলে তুমি বঙ্গবন্ধু হয়ে
লাল সবুজ দেশে,
স্বদেশে যে ফিরে এলে তুমি
মহা বীর বেশে।

কবি ও ছড়াকার গোলাপ মাহমুদ সৌরভ। ১৯৯০ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলায়, বাঞ্ছারামপুর থানার, অন্তর্গত পাড়াতলী নতুন পাড়া গ্রামে একটি মধ্যবৃত্ত ইসলামিক পরিবারে জন্মগ্রহণ করেন। পাঁচ ভাই এক বোনের মধ্যে লেখক তৃতীয়। ছোট বেলা থেকে লেখক লেখালেখির প্রতি মনোনিবেশ করেন। লেখক অসংখ্য কবিতা, ছড়া, ছোট গল্প , প্রবন্ধ, উপন্যাস, নাটক, গান, গজল ইত্যাদি রচনা করেন। ঢাকা বই মেলায় প্রথম প্রকাশ উপন্যাস ” ভালোবাসা মানে চোখের জল “। গ্রামের স্কুল থেকে এস,এস,সি পাস করেন। ঢাকা সরকারী বাঙলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষা উত্তির্ন হয়ে ঢাকা বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় এন্ড কলেজ থেকে বিএসএস সম্পূর্ণ করেন। বিভিন্ন জাতীয় দৈনিক সাপ্তাহিক, পাক্ষিক এবং মাসিক পত্রিকা ও ম্যাগাজিনে লেখকের লেখা প্রকাশিত হয়। পাঠকের ভালোবাসা ও উৎসাহ লেখক কে আরো ভালো লিখতে অনুপ্রেরণা যোগাবে বলে আশা ব্যক্ত করেন।

1 Comment

  1. আমার লেখা প্রকাশিত হওয়া আমি আনন্দিত আপ্লূত ও অনুপ্রাণিত এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সম্পাদক মহোদয় এবং সকল কলাকৌশলী কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *