শোকবহ আগষ্ট
সাজিয়া ইসলাম দিবা
আকাশে কালো মেঘ ভরে থাকে আগষ্ট মাসে,
মানুষ রুপী হায়না দের বর্বরতা মনে আসে,
এমন জাতি পাবে না তো আর খুঁজে,
নিজের পিতাকেই হত্যা করে মুখ বুজে,
প্রকৃতি আজ হয়েছে বিলীন,
শোকে ফুল পাখি সব মলিন,
চাঁদ জোছনা ছড়ায় না আগের মত,
ধ্রুবতারাও দিশেহারা হচ্ছে অবিরত,
হে জাতির পিতা তোমারে কভু ভুলবে না,
তোমার প্রতি অপার শ্রদ্ধা ও ভালোবাসা।