শিক্ষকের স্থান মাথার উপর
রানা জামান
শিক্ষকের স্থান মাথার উপর
রাখি শ্রদ্ধার সাথে,
তাঁহার মাথায় পরাই টোপর
দিনে এবং রাতে।
শিক্ষক পড়ায় হৃদয় দিয়ে
মূর্খ সকল ছাত্র,
শিক্ষিত সব থাকে ঘিয়ে
শিক্ষক হেলার পাত্র।
একটা সময় শিক্ষক ছিলো
আদর্শ এক মানুষ,
পলিটিক্সের ময়লা খাওয়ায়
আজকে ওরা ফানুস।
অনেক শিক্ষক স্বার্থের জন্য
রাজনীতিতে মিশে,
কতক ছাত্র হচ্ছে বন্য
হারাচ্ছে ঠিক দিশে।
শিক্ষক সমাজ এলে ফিরে
প্রাচিন কালের রাস্তায়,
পড়ুয়া সব থাকবে নীড়ে
শিক্ষা আসবে আস্থায়।