সাহসী কিশোর
শাহারিয়ার ইমন

সাহসী কিশোর ছুটিয়া চলো রে অজানা শক্তি ঠেলে,
অলস ঘুমকে পদাঘাত করে আপন দুচোখ মেলে;
কিশোর কালেতে জাগিয়া তোমাকে নিতে হবে সবি লুঠে,
জ্ঞানের সাগরে বলিবান হতে পাঠ্য পস্তুক জুটে;
কালো অক্ষর সপিয়া তোমাকে হয়তে হবে ধন্য,
জ্ঞান বিচরণে যা কিছু ধরায় সকল তোমারি জন্য।

সাহসী কিশোর উঠিয়া দেখ রে সত্যকে দেয় কে হানি;
সাহসা থাকতে বাহুতে উঠিবে সত্যের পতাকা জানি,
ছুটিয়া যাইবে অন্ধকারতে আলোর দিশারী পেতে!
আসিবে যতোই করিবে ছলনা সত্যের পথেতে যেতে,
উঠিবে তোমারি বুকেতে আলতো কে হবে পথের সাথি;
দিতে হবে পাড়ি সাগর সিন্ধু হউক তখন রাতি।

সাহসী কিশোর জানিয়া লইবে অধিকার সবি সম,
ফুটেছে মুখতে সাহসী কিশোর অন্তর যেন মম;
ঊষার আলোতে সকল বিচার ন্যায়ের ভেতর হয়,
কিশোর তোমাকে ন্যায়ের চাওয়া করিতে হইবে জয়।
মহীমান হবে সাহসী কিশোর অপরের সুখ খুঁজে,
দুখের দুয়ারে আলোক ফুটানো সবাই আর কি বুঝে।

সাহসী কিশোর বদ্ধ জগতে ঝড়ের বেগেতে যাও,
স্বপ্নের দেখা যেখানে দেখিবে তাহাকে কুঁড়িয়ে নাও;
কিশোর তোমার সাহসী শক্তি উত্তাল বেগে চলে,
না আছে ভীরুতা অজানা দেশেতে সত্যের কথাটি বলে;
মহাকাশে দেখি ঘূর্ণি তারারা চলছে আপন বেগে,
দূর্গম দেশে সাহসী কিশোর হারায় নাকো যে মেঘে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।