বকুল তলায়
শম্পা শিমু
রাত্রি তখন অনেক গভীর
প্রকৃতি শান্ত, জন-কোলাহল স্থির
আজই সুখের নিদ্রাঋ আঁখি
হঠাৎ টুংটাং শব্দ, ভাঙ্গে ঘুম সে কি।
ভয়ে ভয়ে হৃদয় থরথর
মন ভোলানাথকে স্বরণ করো..
জানালায় ডাকছে কে এত মধুর
শিমু আমি, মনে প্রশ্ন কে আমি??
ভয়ভীতিতে সেথায়।
অর্ধ চন্দ্রের আলোয় নিভে নিভে
আলো আধাঁরে, ঝাপসায় আমি শিমু।
হঠাৎ বৃষ্টির ঘনঘটার আবেশ
জানালা খুলে দেখি, সে বৃষ্টিতে ভিজে বেশ।
বললো শিমু, আমি শিমুল
ওই যে বকুল তলায়, মনে আছে?
বকুল ফুল
তোমায় দেখেছিলাম কুড়াতে।
কাছে এসে বলেছিলাম,
দেবে কি আমায় একটা বকুল?
তুমি অকপটে দিলে আমায়
আমি বলেছিলাম আমি শিমুল।
কি জানি এক রহস্যময় ছিল
তোমার মুচকি হাসি
আমি হয়ে গিয়েছিলাম বিভূর
তখন থেকেই তোমার ভালোবাসি।
অনেক খুঁজে পেলাম তোমায়,
জানলাম তোমার নাম শিমু
হা হা কি আনন্দ আকাশে বাতাসে,
আমি শিমুল তুমি শিমু।
তোমায় দেখতে খুব চাইছিলো মন
অবুঝ মন তোমাতে আত্মহারা
ভুলেই গেল রাত্রি অনেক তখন।
আমি তোমার ভালোবাসা দেখে অবাক হয়ে নির্বাক
ভালোবাসা কত কি না করে ভেবে মন
দিনরাত্রিতে কত ভাব।
বকুল তলায় সানবাঁধা ঘাট
আসবে কি শিমু
করব তবে ভালবাসার কবিতা পাঠ।
রইলাম আমি তোমার অপেক্ষায়
হাসিতে বললে
আমি ও ভালোবাসি তোমায়
বলে দিলে আমায় বিদায়।