চোখে চোখে
রেজা কারিম

বুঝিস না কেন কত ভালোবাসি আমি তোকে
ভালোবাসি বলেই তোকে রাখি চোখে চোখে
চোখে চোখে রাখি বলেই ভাবিস পরাধীন
আমার ভালোবাসার ছোঁয়ায় তুই চির রঙিন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।